ইতালিতে দেড় কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত

মরণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে ইতালির লোম্বারদিসহ ১৪টি প্রদেশের এক কোটি ৬০ লাখের মতো মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। ওই সব এলাকার নাইট ক্লাব, স্কুল, কলেজ, জিম, জাদুঘর সব বন্ধ থাকবে। তবে রেস্তোরাঁ ও নিত্যপণ্যের বাজার খোলা থাকলেও তাতে কঠিন সতর্কতা মেনে চলতে হবে।
দেশটির প্রধানমন্ত্রী গুয়েসেপ্পে কোন্তে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়। আজ রোববার থেকে এটি কার্যকর করা হবে।
ইতালির বাণিজ্যকেন্দ্র খ্যাত মিলান ও পর্যটকদের কেন্দ্রবিন্দু ভেনিসও এই বন্দিদশার মধ্যে পড়েছে। এপ্রিলের শুরুর দিকে গিয়ে এই বন্দিদশা থেকে মুক্ত হবেন ওইসব এলাকার বাসিন্দারা।
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ইতালি সরকার। ইউরোপে সবচেয়ে মারাত্মকভাবে আক্রান্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কমপক্ষে ২৩০ জন এ পর্যন্ত মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যা এক হাজার ২০০ থেকে বেড়ে শনিবার পাঁচ হাজার ৮৮৩ জনে গিয়ে ঠেকেছে।
বিপুল সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মিলানে এরই মধ্যে সামরিক বাহিনী ও পুলিশ মাঠে নেমেছে। এরই মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৯ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ছয় হাজার পেরিয়ে গেছে। চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৯৭ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৬৯৭ জনে।