ইতালির প্রায় ১৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ১২৫ চিকিৎ‌সকের মৃত্যু

Looks like you've blocked notifications!

ইউরোপের দেশ ইতালির প্রায় ১৭ হাজার স্বাস্থ্যকর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী। ইতালির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই প্রতিবেদন অনুযায়ী বলা যায়, ইতালিতে মোট করোনায় আক্রান্তের ১০ শতাংশই স্বাস্থ্যকর্মী। করোনাজনিত কোভিড-১৯-এ আক্রান্তদের শুশ্রূষা করতে গিয়ে, এসব স্বাস্থ্যকর্মীর শরীরেও ভাইরাসটি বাসা বেঁধেছে।

তবে আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের ওই প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের কথা উল্লেখ থাকলেও, কতজন স্বাস্থ্যকর্মী এ পর্যন্ত করোনায় মারা গেছেন, সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ইতালির মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন জানাচ্ছে, কোভিড-১৯ সংক্রমণে ইতালিতে ১২৫ জন চিকিৎসক মারা গেছেন।

ইতালির সংবাদমাধ্যমে দাবি করা হয়, ওই চিকিৎসকদের পাশাপাশি ৩৪ জন সেবিকা এখন পর্যন্ত মারা গেছেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনা ট্র্যাকার অনুযায়ী, গতকাল শুক্রবার রাত পর্যন্ত ইতালিতে করোনায় মারা গেছে ২২ হাজার ৭৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে তিন হাজার ৪৯৩ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত এক লক্ষ ৭২ হাজার ৪৩৪ জন। সুস্থ হয়েছে ৪২ হাজার ৭২৭ জন।