ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় শতাধিক নিহত : মানবাধিকার কমিশন

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। দেশটির বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলের বেকোজি গ্রামে বুধবার এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বেকোজি গ্রামে একাধিক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ আফ্রিকার দ্বিতীয় জনবহুল এই দেশটির দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রায়ই মারাত্মক সহিংসতার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে দেশটির পশ্চিমাঞ্চলের বেকোজি গ্রামে এ হত্যার ঘটনা ঘটল।

প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, এ ঘটনার পর দেশটির বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী আবি বলেন, ‘বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে বেসামরিক নাগরিকের ওপর গণহত্যা খুবই দুঃখজনক।’

এদিকে স্থানীয় একটি ক্লিনিকের এক নার্স বিবিসিকে জানান, হামলায় আহত ৩০ জনেরও বেশি মানুষকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কারো কারো অবস্থা গুরুতর। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ, বাকিরা ছুরিকাহত, বলেছেন ওই নার্স।

‘সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে শতাধিক মানুষ নিহত হয়েছে,’ এক বিবৃতিতে বলেছে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন।