ইন্দোনেশিয়ার সৈকতে ৩০০ রোহিঙ্গার সন্ধান

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়ার সৈকতে ৩০০ রোহিঙ্গার সন্ধান। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি সমুদ্র সৈকতে আজ সোমবার প্রায় ৩০০ জন রোহিঙ্গাকে পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনী, পুলিশ ও রেডক্রসের স্বেচ্ছাসেবীরা তাঁদের সরিয়ে নিয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, রোহিঙ্গা দলটি একটি নৌকায় করে উজং ব্ল্যাং সমুদ্র সৈকতে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা কৃর্তপক্ষকে খবর দেয়।

বান্দা শক্তি সাবডিস্ট্রিক্ট মিলিটারি কমান্ডার রনি মহেন্দ্র জানান, কর্মকর্তারা দেখতে পান যে আগত রোহিঙ্গারা অবতরণের পর তিনটি দলে ছড়িয়ে পড়েছিল।

সন্ধান পাওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৮১ জন নারী, ১০০ জন পুরুষ ও ১৪ জন শিশু। তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে এবং তাঁরা স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনা ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সহায়তা পেয়েছেন।

‘এখন আমরা ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছি,’ বলেন রনি মহেন্দ্র।

এর আগে জুনে ইন্দোনেশিয়ার জেলেরা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহ উপকূলে একটি কাঠের নৌকায় ৯৪ জন রোহিঙ্গাকে খুঁজে পেয়েছিল।