ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্প, ৩ জনের প্রাণহানি

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শনিবার ভোরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর পরবর্তী ঝাঁকুনিতে অন্তত তিন জনের প্রাণহানি ঘটেছে। আজ শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জন আহতের কথা জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস পর দেশটির অন্যতম প্রধান পর্যটন এলাকা বালি দ্বীপে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইএসজিএস) মতে, রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির ব্যাপ্তি ছিল ৬২ বর্গ কিলোমিটার।

ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানিয়েছে ইউএসজিএস।

বালি দ্বীপপুঞ্জের উদ্ধার সংস্থার প্রধান গেডে ডারমাডা বলেন, বিভিন্ন জায়গা থেকে এখনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য আসছে। আহত অনেকের হাড় ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।