ইফতার পার্টিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
সন্ধ্যা ছয়টা নাগাদ ইফতার পার্টিতে আসেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা ছাড়াও ‘দাওয়াত-এ-ইফতার’ পার্টিতে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র, পরিবহণ ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, বিধায়ক ও গায়ক বাবুল সুপ্রিয়, বিধায়ক দেবাশীষ কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সামী জাহান প্রমুখ।
করোনার কারণে গত দুবছর এই ইফতার পার্টি বন্ধ ছিল। তাই এ বছর ইফতার পার্টিতে উপস্থিত সবার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ মিশনের কর্মকর্তারা। এ ছাড়া, চিত্রপরিচালক গৌতম ঘোষ, প্রকাশক ত্রিদিব চ্যাটার্জী, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ উপস্থিত ছিলেন।