ইমরান খানের পদত্যাগের দাবিতে লাহোরে বিশাল সমাবেশ

Looks like you've blocked notifications!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে লাহোরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : রয়টার্স

পাকিস্তানের লাহোরে দেশটির ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে করোনা মহামারির নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার অন্তত দশ হাজার মানুষ এ সমাবেশে অংশ নেয়।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো বৃহৎ রাজনৈতিক দলও রয়েছে ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ নামে গঠিত হওয়া এই জোটে।

মুদ্রাস্ফীতি, দুর্বল অর্থনীতি, নাগরিক স্বাধীনতা হ্রাস এবং গণমাধ্যমের ওপর সেন্সরশিপের অভিযোগ তুলে ইমরান খানের পদত্যাগের দাবি করেছে এ জোট। খবর আলজাজিরার।

নবগঠিত এ জোট দাবি করেছে, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এই সব সংকট তৈরি হয়েছে। এ জন্য ইমরান খানকে পদত্যাগ করতে হবে।

ইমরান খানের নেতৃত্বে গঠিত সরকারকে চাপ প্রয়োগের জন্য তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ ছাড়াও তারা আগামী বছরের জানুয়ারিতে রাজধানী ইসলামাবাদেও বিক্ষোভের পরিকল্পনার করছেন।