ইমরান খানের হামলার ঘটনায় মামলা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

Looks like you've blocked notifications!
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মামলা নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অন্যথায় আদালত স্বপ্রণোদিত হয়ে নোটিশ দিবে বলে সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

এদিকে একদিন পিছিয়ে আগামী বুধবার থেকে আগাম নির্বাচনের দাবিতে আবারও লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছে পিটিআই। এরমধ্যেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রমেই উন্নতি হচ্ছে ইমরানের শারীরিক অবস্থা।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনার মামলা ইস্যুতে সোমবার দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি আতা বিন্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি হয়।

ইমরান খানের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মামলার জন্য একাধিকবার আবেদন করা হলেও, তা প্রত্যাখ্যান করেছে স্থানীয় পুলিশ। শুনানি শেষে পিটিআই প্রধানের ওপর হামলার ঘটনায়, ২৪ ঘণ্টার মধ্যে মামলা নিতে নির্দেশ দেন আদালত। অন্যথায় আদালত স্বপ্রণোদিত হয়ে নোটিশ দেবে বলে সতর্ক করেন আদালত।

আদালতের দারস্থ হওয়ার পাশাপাশি রাজপথেও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে তেহরিক-ই-ইনসাফ। আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার আবারও লং মার্চ শুরুর কথা থাকলেও, তা একদিন পিছিয়েছে দলটি। দলীয় সূত্রের বরাত দিয়ে পাক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানের পূর্ণ সুস্থতার জন্যই অপেক্ষা করছে দলটি।

এ অবস্থায় ইসলামাবাদের নিরাপত্তা আগের থেকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে স্পেশাল ফোর্স। এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ক্রমেই দলীয় প্রধানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পিটিআই। গত বৃহস্পতিবার পাঞ্জাবে লংমার্চে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এতে একজন নিহতের পাশাপাশি পিটিআই প্রধানসহ আহত হন ১৪ জন।