ইয়েমেনের পাল্টা হামলায় তিন সৌদি সেনা নিহত

Looks like you've blocked notifications!

ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর পৃথক দুটি পাল্টা হামলায় সৌদি আরবের তিন সেনা নিহত হয়েছেন।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের জিজান সীমান্তে এক হামলায় দুই সেনা ও নাজরান প্রদেশে অপর এক সেনা সদস্য নিহত হন।

তবে সৌদি সরকার এই হামলার ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে জিজান প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ বিন আব্দুল আজিজ জিজান সীমান্তে নিহত সেনা সার্জেন্ট আহমেদ বিন ইয়াহিয়া সুলাইমান আল-গাজওয়ানি ও সিপাহি সুলতান বিন ইসা শিবলীর স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে শোক ও সমবেদনা জানান।

তবে এসপিএর ওই প্রতিবেদনে সুনির্দিষ্ট করে বলা হয়নি, কবে বা কখন ওই সেনারা নিহত হয়েছেন।