ইরাকের কিরকুকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

Looks like you've blocked notifications!

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

এরই মধ্যে ইরাকি ও মার্কিন নিরাপত্তা বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এখনো হতাহতের সংখ্যা জানায়নি।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে দুই ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তেহরান দাবি করে, টানা দুই ঘণ্টা ধরে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এর কয়েকদিন পর ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে এক মার্কিন ঠিকাদার নিহত হন। এ দিকে ধারণা করা হচ্ছে, ইরানই গতকাল বৃহস্পতিবারের রকেট হামলা চালিয়েছে। কাসেম সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনেই এই হামলা চালানো হলো।