ইরাকের নতুন প্রধানমন্ত্রী আল্লাওয়ি, বিক্ষোভকারীদের সমর্থন
ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাওয়িকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইরাকের নতুন সরকার গঠনের আর মাত্র এক মাস বাকি আছে। এরই মধ্যে মোহাম্মদ তৌফিককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট বারহাম সালেহ। গতকাল শনিবার তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট বারহাম।
শনিবার দুবারের সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তৌফিক এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, তাঁকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের উদ্দেশে আল্লাওয়ি বলেন, ‘আপনারা ত্যাগ ও সাহসিকতা না দেখালে দেশ পরিবর্তন হবে না। আমি আপনাদের বিশ্বাস করি এবং এ কারণে আমি চাই আপনারা আন্দোলন চালিয়ে যান।’
এ ছাড়া তিনি বিক্ষোভকারীদের হত্যার বিচারের দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
শিয়া মতাবলম্বী আল্লাওয়ি লেবানন ও যুক্তরাজ্যে পড়াশোনা ও চাকরি করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর রাজনীতিতে আসেন তিনি।