ইরাকের পার্লামেন্টে ফের আল-সদর সমর্থকেরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/30/iraak.jpg)
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থক বিক্ষোভকারী আজ শনিবার ফের দেশটির পার্লামেন্টের মধ্যে ঢুকে পড়েছে। এর আগে গত বুধবারও পার্লামেন্টে ঢুকে তারা নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন ভণ্ডুল করে দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, বাগদাদের গ্রিনজোনে আজ শনিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও শব্দবোমা নিক্ষেপ করে পুলিশ। গ্রিন জোনে ইরাকের সরকারি বিভিন্ন ভবন ও বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। বিক্ষোভকারীরা ওই এলাকার কংক্রিটের তৈরি ব্যারিকেড পেরিয়ে ভেতরে প্রবেশ ঢুকে পড়ে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/30/iraak-insaartt.jpg)
গত বছরের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন হয়। ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল-সদরের জোট ৭৩ আসনে জয় পায়। কিন্তু, ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে এবং আল-সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে এসেছেন। যদিও সদরের জোটই সর্বশেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়।