ইরাকে আইএসের শীর্ষ নেতা জসিম আল জাবুরি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা সামি জসিম আল জাবুরি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা সামি জসিম আল জাবুরিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমির টুইটের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে এএফপি ও আল জাজিরা।

টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী বলেন, দেশটির একটি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ইরাকের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তবে ঠিক কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি খাদেমি।

আইএসের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নেতা আবু বকর আল বাগদাদির এক সময়ের প্রধান সহকারী জাবুরি বর্তমানে গোষ্ঠীটির আর্থিক ব্যবস্থাপনা বিভাগ দেখাশোনার দায়িত্বে আছেন। ২০১৯ সালের ২৬ অক্টোবর সিরিয়াতে এক মার্কিন অভিযানে নিহত হন বাগদাদি। তারপর থেকে এই দায়িত্বে আছেন জাবুরি।

তার সম্পর্কে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দখলকৃত অঞ্চলের অর্থনৈতিক বিষয়গুলোর পাশপাশি তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রির বিষয়টি তদারকের দায়িত্বে আছেন জাবুরি।