ইরাকে ইরানপন্থী মিলিশিয়া কমান্ডার সায়েদিকে হত্যা
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইরাকে ইরানপন্থী এক মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী বাগদাদ থেকে প্রায় ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কারবালায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) শীর্ষ এই কমান্ডারের নাম তালেব আব্বাস আলি আল-সায়েদি।
ইরাকি গণমাধ্যমে মিলিশিয়া কমান্ডার সায়েদিকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এখনো তাও পরিষ্কার নয়।