ইরাকে প্রথম করোনা রোগী শনাক্ত
ইরাকে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দেশটির নাজাফ শহরে এক ছাত্রের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নাজাফের স্বাস্থ্য বিভাগের প্রধান রিদওয়ান কিন্দি এই তথ্য নিশ্চিত করেছেন, খবর আনাদুলু এজেন্সি।
চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ফ্রান্স, রাশিয়া, স্পেন ও ভারতসহ ২৫ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস এবার কুয়েত, বাহরাইন ও আফগানিস্তানে হানা দিয়েছে বলে খবর পাওয়া যায়। আর এবার ইরাকে করোনাভাইরাস পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রধান রিদওয়ান কিন্দি জানিয়েছেন, ওই ছাত্রের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পরই তাকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।