ইরাক-সিরিয়ায় মার্কিন হামলায় ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। গত রোববার এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে, তারা সফল। অন্যদিকে, হিজবুল্লাহর ওপর মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান। এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবেও অভিহিত করেছে দেশটি।
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদিও মার্কিনিদের বিরুদ্ধে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, এ হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ।
এর আগে গত শুক্রবার ইরাকের কিরকুকে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন। এর দুদিন পর গত রোববার মার্কিন নাগরিক হত্যার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ গ্রুপের কমপক্ষে পাঁচটি ঘাঁটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলায় চার কমান্ডারসহ অন্তত ২৫ জন কাতাইব হিজবুল্লাহ যোদ্ধা নিহত ও ৫৫ যোদ্ধা আহত হন।
এরপর ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, ‘যুক্তরাষ্ট্রের এফ-১৫ জঙ্গি বিমানগুলো কাতাইব হিজবুল্লাহ সংশ্লিষ্ট পাঁচটি ঘাটিতে হামলা চালিয়েছে। ঘাটিগুলোর মধ্যে তিনটির অবস্থান পশ্চিম ইরাকে, বাকি দুটি সিরিয়ার পূর্বাঞ্চলে। যেসব স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে, সেগুলো হয় অস্ত্রাগার, নয়তো কাতাইব হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।’
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে সতর্ক করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের জীবন হুমকির মুখে থাকলে যুক্তরাষ্ট্রও এভাবে পাল্টা পদক্ষেপ নেবে। এছাড়া, তেহরানঘনিষ্ঠ কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।’
এদিকে হিজবুল্লাহর ওপর মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান। এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে বক্তব্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সন্ত্রাসকে মদদ দিচ্ছে। মার্কিন বিমান হামলায় শিয়াপন্থি কাতাইব হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এর নিন্দা জানায়।’
মার্কিনিদের বিরুদ্ধে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদিও। অন্যদিকে, মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে কাতাইব হিজবুল্লাহ।