ইরাক-সিরিয়া সীমান্তে ‘ইসরায়েলের’ বিমান হামলা, নিহত ৮

Looks like you've blocked notifications!

ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যেসব সংগঠন সক্রিয়ভাবে লড়াই করেছে, হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‌সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌ জানিয়েছে, আজ (শুক্রবার) সকালের দিকে ইসরায়েলি বিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় বেশ কিছু ট্রাক ও অস্ত্র গুদামে হামলা চালানো হয়।

সংস্থাটি বলেছে, অজ্ঞাতপরিচয় বিমান ওই এলাকায় হামলা চালায়। তবে লেবাননের গণমাধ্যম আল-মায়াদিন বলেছে, ইসরায়েলি বিমান ওই হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুর রহমান জানান, বিমান হামলায় হাশদ আশ-শাবির অন্তত আটজন নিহত হয়েছেন। সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লড়াই করলেও ইসরায়েল ও মার্কিন সেনারা প্রায় সময়ই এসব সংগঠনের ওপর বিমান হামলা চালায়।