ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘৮০ মার্কিন সেনা নিহত’

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভি এমনটি জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমানঘাঁটিতে এবং পরে মধ্য ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে আল-আসাদ নামে মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান।
ইরাকি সামরিক বাহিনীর তথ্যমতে, মোট ২২টি ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র অকার্যকর হয়, বাকিগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলার সত্যতা স্বীকার করলেও হতাহতের কোনো তথ্য জানায়নি।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।