ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় কোনো মার্কিন সৈন্য মারা যায়নি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোরে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজে সংক্ষিপ্ত এক বিবৃতি দেওয়ার সময় হামলার বদলা নেওয়ার কোনো হুমকি দেননি ট্রাম্প।
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং তার ভাষায়, সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও তিনি প্রস্তুত আছেন।
বুধবার ভোরে ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছিল। এদিকে, ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে সুনির্দিষ্টভাবে ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করা হয়।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে আল-আসাদ নামে মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান।