ইরানের মাহান এয়ার মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে : বিবিসি
সংবাদমাধ্যম বিবিসির একটি তদন্তে উঠে এসেছে, ইরানের একটি এয়ারলাইন মধ্যপ্রাচ্যে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে। ওই এয়ারলাইনস কর্তৃপক্ষ ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ত।
মাহান এয়ার নামের ওই এয়ারলাইন ইরান থেকে ইরাক ও লেবাননে যাত্রী নিয়ে গেছে। যার কারণে ওই দুই দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ দেখা গেছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়, কোনো সুরক্ষাসামগ্রী ছাড়াই মাহান এয়ার ফ্লাইট চালু করলে কর্মীরা আওয়াজ তোলেন। কিন্তু তাঁদের চুপ করিয়ে রাখা হয়।
তেহরানের নিষেধাজ্ঞা থাকলেও তথ্য-উপাত্ত বলছে, মাহান নিয়মিত চীনে ফ্লাইট চালিয়ে গেছে। তবে মাহান এয়ারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।