ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের হাত খাটো করে কংগ্রেসে প্রস্তাব পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যাতে যুদ্ধে জড়াতে না পারেন, সে জন্য একটি প্রস্তাব পাস হয়েছে। অবশ্য প্রস্তাবটিকে প্রতীকীই বলা চলে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষে প্রস্তাবটি ২২৪-১৯৪ ভোটে পাস হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে গিয়ে তা টিকবে না, এমনটা এখনই বলা হচ্ছে।
প্রস্তাবে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কোনো হামলা না চালালে সংঘাতে জড়ানো যাবে না। যুদ্ধে জড়াতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই যদিও এখনো যুদ্ধ-সংঘাত বা এমন বিশেষ কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি।
গতকাল বৃহস্পতিবার পাস হওয়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্যবহারে কংগ্রেসের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ভিন্ন কথাও রয়েছে। সামরিক হামলা হলে তা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে হবে, সে ক্ষেত্রে অনুমতি লাগবে না। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ওই প্রস্তাবে ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইনের উল্লেখ করা হয়। ওই আইন অনুযায়ী, যুদ্ধ-সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্যবহারে প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করতে কংগ্রেসকে এখতিয়ার দেয়। তবে এর প্রয়োগে আইনি জটিলতাও যে নেই, তা নয়।
গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা তুঙ্গে ওঠে। কঠিন প্রতিশোধের ঘোষণা দেয় ইরান। পরে ইরাকে মার্কিন দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, এতে তাদের কোনো সেনা মারা যায়নি। তবে অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরান।