ইরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চান ইমরান খান

Looks like you've blocked notifications!
পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক দিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে, তা আরো জোরদার করতে তিনি বদ্ধপরিকর।

তেহরানে নবনিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রহিম হায়াত কোরেশি ইরান সফরে আসার আগে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর এ সংকল্পের কথা জানান। কোরেশি গতকাল রোববার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান। তিনি লেখেন, ইমরান খান সব ক্ষেত্রে তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তেহরানে নবনিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, তিনি প্রধামন্ত্রীর এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। রহিম হায়াত কোরেশি ইরান যাওয়ার আগে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাতে আগামী বছরগুলোতে ইরানে দায়িত্ব পালনের সময় করণীয় নিয়ে কোরেশিকে পরামর্শ দেন প্রেসিডেন্ট আলভি।