ইরানের নাকচ

ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে : যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ছবি : সংগৃহীত

একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এনবিসিকে পাঠানো লিখিত সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরমাণু অস্ত্রের উপাদান এখন একটি বিষয়। একটা হাতে পেলে পরেরটি তৈরিতে তা ব্যবহার করতে পারবে তারা (ইরান)।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এমন দাবি নাকচ করে দিয়েছেন। আল জাজিরার খবরে এ কথা জানানো হয়েছে।

ইরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বহুবার বলেছে, বেসামরিক কাজে ব্যবহার করার জন্য সেদেশের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জাভেদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়ে বলেন, ‘ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। আমরা যদি একটি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম, তাহলে আমরা কিছুদিন আগেই বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমাদের সিদ্ধান্ত হচ্ছে, পরমাণু অস্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এটি আমাদের মতাদর্শেরও বিরোধী।’

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরো পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে যুক্তরাষ্ট্র। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সেই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন।