ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক

Looks like you've blocked notifications!

দখলদার ইহুদিবাদি ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় দখলদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান ফিলিস্তিনের ফ্রিল্যান্সার সাংবাদিক মোয়াথ আমারনেহ। ঘটনাটি ফিলিস্তিনসহ আরব দেশগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সহকর্মীরা জানিয়েছেন, ওই দিন পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি বাহিনী ৩৫ বছর বয়সী মোয়াথকে লক্ষ্য করে গুলি চালায়। বর্তমানে মোয়াথ জেরুজালেমের হাদাসসা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ইসরায়েলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক মোয়াথকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।