‘ইসরায়েলি যুদ্ধবিমান’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

Looks like you've blocked notifications!

সিরিয়ার বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আজ বুধবার দামেস্কের আকাশে ‘ইসরায়েলি যুদ্ধবিমান’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে দামেস্ক নগরীর পার্শ্ববর্তী এলাকা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সানার খবরে বলা হয়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইসরায়েলের এ জোরালো হামলা মোকাবিলা করে শত্রুপক্ষের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়। আমাদের বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়।’

এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দামেস্কে বেশ কয়েক দফা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সানা আরো দাবি করে, ‘লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ড’ থেকে এ আগ্রাসন চালানো হয়।

ইসরায়েল অনেক সময় প্রতিবেশী দেশ লেবাননের আকাশে চক্কর দেওয়া তাদের যুদ্ধবিমান থেকে সিরিয়ায় হামলা চালিয়ে থাকে।

২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকা লক্ষ্য করে কয়েক হাজারবার হামলা চালানো হয়। এসব হামলার ব্যাপারে তাদের ভাষ্য হচ্ছে দেশটিতে থাকা ইরানের সামরিক ও হিজবুল্লাহর অবস্থান তাদের লক্ষ্য।