ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৩ ফিলিস্তিনি আহত, নিহত ১

Looks like you've blocked notifications!

দখলকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবির জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবারের অভিযানে আহতদের মধ্যে ১৯ বছর বয়সি এক কিশোরীও রয়েছেন। যার পাকস্থলী থেকে গুলি বের করেছেন চিকিৎসকেরা।

সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবে এলোপাতাড়ি গুলিবর্ষণে তিন জন ইসরায়েলি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় সম্ভাব্য অস্ত্রধারী হামলাকারী রাদ হাজেমের ঘর পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে। এ অভিযোগেই শনিবার সেখানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

আলজাজিরা জানায়, নিহত আহমদ আল-সাদি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের সদস্য বলে অভিযোগ রয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।