ইসরায়েলি সেনার গুলিতে এবার ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

Looks like you've blocked notifications!
নিহত ফিলিস্তিনি কিশোর আমজাদ আল-ফাইয়েদের মরদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রয়টার্স

ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তার নাম আমজাদ আল-ফাইয়েদ (১৭)। তবে, আল-ফাইয়েদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।

মন্ত্রণালয় ও স্থানীয় মিডিয়া জানিয়েছে, আজ শনিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষ শুরু হলে ওই কিশোরের মৃত্যু হয়। মন্ত্রণালয়ের দাবি—ইসরায়েলিদের গুলিতে এ সময় ১৮ বছর বয়সী আরেকজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে ১১ মে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে।