ইসরায়েলের আয়রন ডোম তৈরিতে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় ১০০ কোটি মার্কিন ডলার বরাদ্দকে বিশেষভাবে দেখা হচ্ছে।  ছবি : সংগৃহীত

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরিতে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার মার্কিন আইন প্রণেতারা ৪২০/৯ ভোটে বিলটি পাস করেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বাড়ার বিষয়টি বোঝা যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিলটি এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে।

গত মে মাসে হামাসের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পর ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। তারই ধারাবাহিকতায় এবার বাজেট অনুমোদন দেওয়া হচ্ছে।

প্রতি বছর ইসরায়েলকে ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মিসাইল প্রতিরক্ষায় খরচ করা হতো ৫০ কোটি মার্কিন ডলার। গত বছরও ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষায় মার্কিন কংগ্রেস ৭৩ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিল।