ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পক্ষে রাশিয়া

Looks like you've blocked notifications!

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি স্থাপনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া।

পশ্চিম তীর ইস্যুতে যুক্তরাষ্ট্র সোমবার নিজেদের দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করেছে। মার্কিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পক্ষে সমর্থন জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণে ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনে সমর্থন দেওয়ায় মার্কিন সরকারের সমালোচনা করেছে রাশিয়া। একই সঙ্গে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছে দেশটি।

মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে যুক্তরাষ্ট্র সমর্থন করায় সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অবস্থান আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে রাশিয়া।

প্রসঙ্গত, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন এর আগে কখনোই সমর্থন করেনি যুক্তরাষ্ট্র। এটাকে তখন ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে উল্লেখ করত তারা। তবে ৪০ বছরের পুরোনো অবস্থানের পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এখন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই উল্লেখ করেছে তারা।