ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল কসোভো

Looks like you've blocked notifications!
ইসরায়েলের সঙ্গে সোমবার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইউরোপের দেশ কসোভো। ছবি : রয়টার্স

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইউরোপের দেশ কসোভো। সোমবার এক ভার্চুয়াল সম্মেলনের মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, কসোভার সঙ্গে সম্পর্ক স্থাপনকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি।

সোমবারের ওই ভার্চুয়াল সম্মেলনে কসোভোর প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা ও ইসরায়েলের পক্ষ থেকে গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি। দুই নেতা চুক্তিতে সই করেন।

চুক্তিতে সইয়ের পর কসোভো জানায়, তারা জেরুসালেমে দূতাবাস খুলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় দুই দেশের মধ্যে এ সম্পর্ক স্থাপন হলো।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা কসোভো ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করলাম।’

কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় লেখার কাজ শুরু হলো।’

এর আগে আরব আমিরাত ও কয়েকটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

২০০৮ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু অনেক ইউরোপীয় দেশ এখনো দেশটিকে স্বীকৃতি দেয়নি।