ইসরায়েলে দূতাবাস খুলছে সংযুক্ত আরব আমিরাত

Looks like you've blocked notifications!
ইসরায়েলের তেল আবিব শহরে দূতাবাস খোলার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরে দূতাবাস খোলার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। গতকাল রোববার এ অনুমোদন দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবে দূতাবাস খোলার সিদ্ধান্তে অনুমোদন দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে আবুধাবিতেও দূতাবাস খোলার কথা ঘোষণা দিয়েছে ইসরায়েল।

প্রতিবেদেন বলা হয়, মূলত প্রতিবেশী ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে আগস্টে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিল।

এরপর যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় বাহরাইন, সুদান ও মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার জেরুজালেমকে দেশটির রাজধানী হিসেবে গণ্য করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এর স্বীকৃতি দেয়নি। অধিকাংশ দেশ তাদের দূতাবাস তেল আবিবে রেখেছে।

এদিকে ফিলিস্তিনিদের দাবি, পূর্ব জেরুসালেম হবে তাদের ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।