ইসরায়েল-আরব সখ্যের প্রতিবাদে আরব লীগের সভাপতিত্ব ছাড়ছে ফিলিস্তিন

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের করা চুক্তির নিন্দা না করার প্রতিবাদে আরব লীগে আগামী ছয় মাস সভাপতিত্ব করার কথা থাকলেও, তা আর করবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্কের চুক্তি হলেও প্রতিবাদ ও নিন্দা জানাতে মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসেনি আরব লীগের সদস্যরা।

এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের বার বার আহ্বানের পরও ওই চুক্তির প্রতিবাদ বা নিন্দাও জানায়নি আরব লীগ।

আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবদুল গিতকে পাঠানো এক চিঠিতেও ফিলিস্তিনের পক্ষ থেকে নিন্দার জন্য প্রস্তাব জানানো হয়েছিলো। তবে সেটাও কোনো ফল দেয়নি।

এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি আগামী ছয় মাসের আরব লীগের সভাগুলোতে সভাপতিত্ব করার যে দায়িত্ব ছিল তা ছাড়ার ঘোষণা দেন।