ইসলামিক স্টেটের মুফতি আটক, বহন করতে লাগল ট্রাক
কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তার গোপন আস্তানা থেকে আটক থেকে আটক করা হয়। তবে আটকের পর ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা বেশ বিপত্তির মুখে পড়েছিলেন।
আইএস নেতা শিফা আন-নিমা, আবু আবদুল বারি নামেও পরিচিত। শিফা আন-নিমা এতটাই স্থুলকায় যে, তাকে আটকের পর বের করে নিয়ে যেতে মুশকিলে পড়েন ইরাকের সোয়াট বাহিনী। শেষমেশ সোয়াট সদস্যরা তাকে একটি ট্রাকে করে নিয়ে যায়। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
সোয়াট সদস্যরা জানায়, আইএসের এই কথিত মুফতির ফতোয়া অনুযায়ী আইএস জঙ্গিরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনূস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল। ২০১৪ সালে আইএস জঙ্গিরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেওয়ার পর মসজিদটি ধ্বংস করে।
এ ছাড়া যেসব ধর্মীয় বিশেষজ্ঞ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন, তাঁদের হত্যার ফতোয়া দিতেন এই বিশালদেহী মুফতি শিফা আন-নিমা। তার ওজন ১৩৬ কেজি বলে জানা গেছে।