ইয়েমেনে সৌদি জোটের বিমান ‘হামলায়’ নিহত ৩১

Looks like you've blocked notifications!

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, গতকাল শনিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সামরিক জোটের এক বিমান হামলায় ৩১ সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

এর আগে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের আল-জওফ প্রদেশে একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানায় হুতি বিদ্রোহীরা। কয়েক ঘণ্টা পরই ওই বিমান হামলা চালানো হয়। আর তাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্যমতে আল-জওফ প্রদেশের আল-মাসলুব জেলার আল-হায়জাহ এলাকায় বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, টর্নেডো যুদ্ধবিমানটি জওফ প্রদেশে শুক্রবার রাতে ভূপাতিত করা হয়। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা, তা জানাননি তিনি।

পরে হুতি বিদ্রোহীদের দাবি, বিমানটি থেকে মিসাইল নিক্ষেপ করায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হন। যার জেরে মিসাইল দিয়ে বিমানটি ভূপাতিত করেছে তারা।