উত্তরাঞ্চলের সেই তিন জেলা দখলের দাবি তালেবানের
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে স্থানীয় মিলিশিয়াদের হাতে চলে যাওয়া গুরুত্বপূর্ণ তিনটি জেলা ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান।
গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে স্থানীয় তালেবানবিরোধী মিলিশিয়া গোষ্ঠী। তারা গত সপ্তাহে বাগলানের বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার দখল করে নেয়।
কিন্তু এর কয়েকদিন পরই সোমবার তালেবান যোদ্ধারা এই তিন জেলা থেকে প্রতিরোধ বাহিনীকে হটিয়ে দিয়েছে। পানশির উপত্যকার কাছে বাদাখশান, তাখার এবং আন্দারাবেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এক টুইটারে এই দাবি করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর রয়টার্সের।
সোভিয়েতবিরোধী মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদের অনুগত বাহিনী পানশির উপত্যকায় তালেবানবিরোধী প্রতিরোধ গড়ে তুলেছে। ২০০১ সালের আগেও কাবুলের উত্তর-পশ্চিমের এই পার্বত্য উপত্যকায় তালেবান প্রতিরোধের সম্মুখীন হয়েছিল।
আহমাদ মাসুদ দেশ শাসনের জন্য তালেবানের অংশগ্রহণসহ একটি বিস্তৃত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন এবং তালেবান সংলাপ নাকচ করলে যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন তিনি। তালেবান পানশিরে ঢুকতে চাইলেও তাদের প্রতিহত করা হবে বলে অঙ্গীকার করেছেন মাসুদ।
রোববার তালেবানের আলেমারা ইনফরমেশন সার্ভিস বলেছে, শত শত যোদ্ধা পানশিরের দিকে যাচ্ছে। তবে সেখানে কোনও লড়াই চলার তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি।