উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (বাঁয়ে) এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। ফাইল ছবি : রয়টার্স

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। গত আগস্টে দুই প্রতিবেশী দেশের মধ্যে হটলাইনে যোগাযাগ বন্ধ হওয়ার পর আজ সোমবার তা ফের চালু হয়েছে। সিউলের একীকরণ মন্ত্রণালয় ফোনকলের তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার একের পর এক সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিশ্বে উদ্‌বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দুই কোরিয়ার মধ্যে ফোন যোগাযোগ পুনরায় চালু হলো।

এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তঃসীমান্ত সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হওয়ার কারণে সরকার আশা করছে, আন্তকোরীয় সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশের মধ্যে বাস্তবসম্মত আলোচনাও শুরু হবে।

এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত জুলাইয়ে দুই কোরিয়া নিজেদের মধ্যে যোগাযোগ পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পরেই উত্তর কোরিয়া সাড়া দেওয়া বন্ধ করে দেয়।

কিন্তু এবার যোগাযোগের উদ্দেশ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

কিন্তু, একজন বিশ্লেষক উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা তুলে ধরে আজ সোমবারের দুই কোরিয়ার হটলাইন যোগাযোগকে প্রতীকী বলে উল্লেখ করেছেন।