উত্তর প্রদেশে লোডারকে বাসের ধাক্কা, নিহত ১৭

Looks like you've blocked notifications!
ভারতের উত্তর প্রদেশের কানপুরে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে যাত্রীবাহী বাস একটি লোডারকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় অন্তত ১৭ জন নিহত ও ছয়জন আহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পরপরই কানপুর-এলাহাবাব মহাসড়কের সাচেন্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।

তাৎক্ষণিকভাবে আহতদের লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখান থেকে পরে কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কানপুর পুলিশের মহাপরিদর্শক মোহিত আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১০ জন ও পরে হাসপাতালে অপর সাতজনের মৃত্যু হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।