উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মালয়েশিয়ার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার অষ্টম সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মন্ত্রিসভা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তবে চারজন জ্যেষ্ঠ মন্ত্রী রেখেছেন তিনি। শ্রমমন্ত্রী হয়েছেন ফাদিল্লাহ ইউসুফ।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদের সম্ভাব্য নাম নিয়ে সে দেশের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এরপর দীর্ঘ আলোচনা শেষে রাজার কার্যালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এদিন সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতি অধীর আগ্রহে ছিলেন মালয়েশিয়ার নাগরিকরা। বিকেল ৫টায় গিয়ে সেই জল্পনার অবসান হয়।

প্রথমে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জ্যেষ্ঠ চার মন্ত্রীর নাম প্রকাশ করেন। পরে সবার নাম ঘোষণা করেন তিনি।

আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখানে তুলে দেওয়া হলো-

আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী (জ্যেষ্ঠ) : দাতুক সেরি মোহাম্মদ আজমিন আলী

উপ : দাতুক লিম বান হং (সিনেটর নিযুক্ত হওয়ার জন্য)

প্রতিরক্ষামন্ত্রী (জ্যেষ্ঠ) : দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব

উপ : দাতুক সেরি ইখমল হিশাম আবদুল আজিজ

অর্থমন্ত্রী: জাফরুল টেংকু আবদুল আজিজ (সিনেটর পদে নিযুক্ত)

উপ : দাতুক আবদ রহিম বাকেরী

উপ দ্বিতীয় : মোহাম্মদ শাহার আবদুল্লাহ

শ্রমমন্ত্রী (জ্যেষ্ঠ) : ফাদিল্লাহ ইউসুফ

উপ : ডা. শাহরুদ্দিন মো. সাল্লেহ

শিক্ষামন্ত্রী (জ্যেষ্ঠ) : মোহাম্মদ রাদজী মো. জিদিন

উপ : ডা. মাহ হ্যাং (সিনেটর নিযুক্ত হবেন)

উপ-দ্বিতীয় : মুসলিম ইয়াহায়া

প্রধানমন্ত্রীর বিভাগীয় মন্ত্রী (অর্থনীতি): মোস্তফা মোহাম্মদ

উপ : আর্থার জোসেফ কুরুপ

প্রধানমন্ত্রীর বিভাগীয় মন্ত্রী (বিশেষ কাজ) : মোহাম্মদ রেডজুয়ান মো. ইউসুফ

উপ : দাতিন মাস্তুরা ইয়াজিদ

প্রধানমন্ত্রীর বিভাগীয় মন্ত্রী (সংসদ ও আইন) : তাকিউদ্দিন হাসান

উপ : এডদিন সিয়াজলি শিথ

প্রধানমন্ত্রীর বিভাগীয় মন্ত্রী (ধর্মীয় বিষয়) : জুলকিফলি মোহামাদ (সিনেটর নিযুক্ত হওয়ার জন্য)

উপ : আহমদ মারজুক শারি

প্রধানমন্ত্রীর অধিদপ্তরের মন্ত্রী (সাবাহ ও সারাওয়াক বিষয়): ম্যাক্সিমাস জোনটি ওঙ্গকিলি

উপ : হানিফা হাজার তায়েব

পরিবহনমন্ত্রী : উই কা সায়নগ

উপ : হাসবি হাবিবুল্লাহ

পরিবেশমন্ত্রী : তুয়ান ইব্রাহিম তুয়ান ম্যান

উপ : আহমদ মাসরিজাল মুহাম্মদ (সিনেটর পদে নিযুক্ত)

মানবসম্পদ : এম সারাভানান

উপ : আওবাং হাশিম

যুক্তরাষ্ট্রীয় অঞ্চল মন্ত্রী : আনুয়ার মুসা

উপ : সান্থার কুমার

নারী এবং পরিবার বিষয়ক মন্ত্রী : রিনা মোহাম্মদ হারুন

উপ : সিটি জাইলা মো. ইউসুফ

উচ্চশিক্ষা মন্ত্রী : নোরাইনি আহমদ

উপ : মনসুর ওথম্যান

জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী : শামসুল আনুয়ার নাসারাহ

উপ : আলী আনাক বিজু

স্বরাষ্ট্রমন্ত্রী : হামজা জয়নুদ্দিন

উপ : ইসমাইল মোহাম্মদ সাদ

উপ-দ্বিতীয় : জনাথন ইয়াসিন

স্বাস্থ্যমন্ত্রী : আধাম বাবা

উপ : নূর আজমি গাজালী

উপ-দ্বিতীয় : অ্যারন আগো বাণিজ্য

কৃষি ও খাদ্য শিল্পমন্ত্রী : রোনাল্ড কিয়ান্দি

উপ : আহমদ হামজা

উপ-দ্বিতীয় : চে আবদুল্লাহ ম্যাট নাভি

পল্লী উন্নয়ন মন্ত্রী : আবদ লতিফ আহমদ

উপ : আবদুল রহমান মোহাম্মদ

উপ-দ্বিতীয় : হেনরি সুম আগং অং

পররাষ্ট্রমন্ত্রী : হিশামুদ্দিন হুসেন

উপ : কামারউদ্দিন জাফফার

গার্হস্থ্য বাণিজ্য ও ভোক্তা অধিকার মন্ত্রী : আলেকজান্ডার নন্ত লিঙ্গি

উপ : রোসোল ওয়াহিদ

যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী : সাইফুদ্দিন আবদুল্লাহ

উপ : জাহিদী জয়নুল আবিদীন

আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী : জুরাইদা কামারউদ্দিন

উপ : ইসমাইল আবদ মুতালিব

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী : খয়েরি জামালউদ্দিন

উপ : আহমদ আমজাদ হাশিম

উদ্যোক্তা এবং সমবায় মন্ত্রী : ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর

উপ : উইরা মাস ইর্মিয়াতী সামসুদিন

কৃষিকাজ ও পণ্যমন্ত্রী : মোহাম্মদ খায়রুদ্দিন আমান রাজালী

উপ : ডা. ওয়ে জেক সেনগ

উপ-দ্বিতীয় : মঙ্গিনের পুত্র উইলি

পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী : ন্যান্সি শুকরি

উপ : জেফ্রি জি কিতানান

জাতীয় ঐক্য বিষয়ক মন্ত্রী : হালিমাহ মোহাম্মদ সাদিক

উপ : টিওনজ কিং গান

যুব ও ক্রীড়ামন্ত্রী : রেজাল মেরিকান নায়না মেরিকান

উপ : ওয়ান আহমদ ফাহহসাল ওয়ান আহমদ কামাল (সিনেটর নিযুক্ত হওয়ার জন্য)