উসকানির জবাব দেওয়া হবে না : ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : রয়টার্স
রাশিয়ার পক্ষ থেকে কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার কোনো জবাব দেবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি এমনটি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পূর্ব ইউক্রেনের ডোনব্যাস অঞ্চলে কোনো উসকানিমূলক কিছু করা হলে তার জবাব দেওয়া হবে না এবং কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে।’

ইনস্টাগ্রাম পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা কোনো উসকানির জবাব দেই না বরং শান্তি প্রতিষ্ঠায় একমাত্র কূটনীতির মাধ্যমেই চেষ্টা চালাই।