উহানের সেই সি ফুড মার্কেটে ডব্লিউএইচওর তদন্তকারী দল
নভেল করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের তদন্তে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল চীনের উহান শহরের হুনান মার্কেট পরিদর্শনে গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার তদন্তকারী দলের সদস্যরা হুনান মার্কেট পরিদর্শনে যান। এ সময় তাদের অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। মার্কেটটি পরিদর্শন শেষে তারা সংবাদকর্মীদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
উহানের এ পাইকারি সি ফুড মার্কেটেই ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল বলে ধারণা করা হয়। গত বছরের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনো সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে।
বন্ধ হওয়ার আগে মাংস, সামুদ্রিক মাছ ও অন্যান্য প্রাণী এবং শাক-সব্জির আলাদা আলাদা সেকশনে বিভক্ত মার্কেটটির কয়েকশ দোকানে ভিড় লেগেই থাকত।
উহানের এই বাজার করোনাভাইরাসের উৎস নয় বলে মনে করছেন চীনের বেশ কিছু কূটনীতিক; দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেরও একই ধারণা। অন্য কোনো দেশে ভাইরাসটির সম্ভাব্য উদ্ভবের তত্ত্বগুলোতে সমর্থনও দিচ্ছে তারা।
হুনান মার্কেটের সঙ্গে রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্ত চার রোগীর সংযোগ পাওয়ার পর পরই ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের রাতের মধ্যেই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। এরপর জানুয়ারির শেষ দিক থেকে শুরু করে পরবর্তী ৭৬ দিন কঠোর লকডাউনে থাকে এক কোটি ১০ লাখ বাসিন্দার উহান শহর।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কোভিড-১৯ রোগীরা এখন থেকে শনাক্ত হওয়ায় করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের এ বাজারটির ভূমিকা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।