উহানে করোনায় মৃতের সংখ্যা ১২৯০ জন বাড়াল চীন

Looks like you've blocked notifications!

চীনের উহানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়াল স্থানীয় কর্তৃপক্ষ। হুবেই প্রদেশের উহানের এই মৃত্যু সংখ্যা গণনায় ভুল ছিল জানিয়ে এক হাজার ২৯০ জন বেশি মানুষ মারা যাওয়ার তথ্য জানিয়েছে শহরটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ টাস্কফোর্স।

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এমন খবর দিয়েছে। সূত্রের বরাতে ওই খবরে বলা হয়, যারা হাসপাতালে না গিয়ে মারা গেছে এবং বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায় তাদের তথ্য অন্তর্ভুক্তিতে দেরি হওয়ায় এমন ভুল হয়েছে। এছাড়াও অনেকের তথ্য দুইবার অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও জানানো হয়।

উহান টাস্কফোর্সের বিবৃতিতে বলা হয়, ‘মানুষের জীবন সবচেয়ে দামী। মহামারির কালে প্রতিটি মৃত্যু শুধু ওই পরিবারের জন্য দুঃখ বয়ে আনে না এটা গোটা শহরবাসীর জন্য বেদনার। আমরা মহামারিতে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যেসব স্বাস্থ্যকর্মী এদের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করব।’

নতুন হিসাব মতে, উহানে মৃত্যু সংখ্যা দুই হাজার ৫৭৯ জন থেকে বেড়ে তিন হাজার ৮৬৯ জনে গিয়ে দাড়াল। গোটা চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে চার হাজার ৬৩২ জনের। যেখানে মোট আক্রান্ত ৮৪ হাজার ৯১৮ জন। আর এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ১১২ জন।

মহামারি করোনাভাইরাসের আক্রমণে চীনের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। গত কয়েক দশকের সর্বনিম্ন অবস্থায় গিয়েছে ঠেকেছে দেশটি। তিন মাসে করোনার আঘাতে চীনের অর্থনীতি রেকর্ড পরিমাণ ৬.৮ শতাংশ সংকুচিত হয়েছে। আজ শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো একথা জানিয়েছে।

এদিকে বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে এক লাখ ৪৬ হাজার ৯৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৮ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩৫ হাজার ৫৬৭ জন। নেদারল্যান্ডস ভিত্তিক বার্তা সংস্থা বিএনওনিউজ এসব তথ্য জানায়।