একজন চাওয়ালা দেশ চালাচ্ছেন, বললেন ট্রাম্প

Looks like you've blocked notifications!

একজন ‌‌চাওয়ালা হিসেবে জীবন শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনিই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যা ভারতের পক্ষে শুধু গর্বের বিষয়ই নয়, উদাহরণও।

সোমবার মোতেরার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে ‘‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে এই ভাষাতেই প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘মোদি জীবন শুরু করেছিলেন চাওয়ালা হিসেবে। আজ প্রধানমন্ত্রী মোদি এই বৃহত্তম গণতন্ত্রের সবচেয়ে সফল নেতা। মোদিকে সবাই ভালোবাসেন। কিন্ত আমি বলছি, উনি খুবই কড়া মানুষ।’

তিনি বলেন, ‘‌মোদি, আপনি শুধু গুজরাটেরই গর্ব নন। আপনি সেই জীবন্ত উদাহরণ যাতে বোঝা যায় যে কঠোর পরিশ্রম ও কর্তব্যপরায়ণতায় ভারতীয়রা যা চান তা হাসিল করতে পারেন। প্রধানমন্ত্রী আপনি অসাধারণ উত্থানের এক চলন্ত গাথা।’

এদিন ট্রাম্পের ভাষণে উঠে আসে বলিউড সিনেমা, ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা ও দেশটির বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের কথাও।

ট্রাম্প বলেন, ‘বলি‌উডের ক্লাসিক সিনেমা ডিডিএলজে, শোলে দেখে আনন্দিত হয়েছে সারা বিশ্ব। আপনারা শচীন, বিরাটের মতো ক্রিকেটারদের উৎসাহ জুগিয়েছেন।’‌

ট্রাম্প জানিয়ে দেন তাঁর এবারের সফরে কোনো বাণিজ্যিক চুক্তি না হলেও মঙ্গলবার তিন বিলিয়ন মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও অন্যান্য অস্ত্র কেনার চুক্তি সই করবেন ভারতের সঙ্গে, কারণ আমেরিকাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বানায়। বাণিজ্যিক চুক্তিও খুব শিগগিরি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের আগে মোদি তাঁর ভাষণে বলেন, পাঁচ মাস আগে টেক্সাসে বিশাল ফুটবল স্টেডিয়ামে ট্রাম্প যে ‘‌হাউডি মোদি’‌ অনুষ্ঠানের সূচনা করেছিলেন সেটারই পরবর্তী হিসেবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ‘‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন মোতেরায় উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সচিব জয় শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, রাজ্যপাল আচার্য দেবব্রতের মতো ব্যক্তিত্বরা।