একদিনে গোটা ইউরোপের চেয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেশি
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে ৩৫৯ জন মারা গেছে। ইউরোপের সব দেশ মিলিয়ে এদিন মারা গেছে ৩১৪ জন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তর পিএইচইর এক জরিপে করোনাজনিত কোভিড-১৯ সংক্রমণে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যুর উচ্চ ঝুঁকি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
জরিপের প্রতিবেদনে বলা হয়, বিশেষত বয়স্ক মানুষ ও পুরুষদের করোনাভাইরাসে মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আরো বলা হয়, বয়স ও লিঙ্গ বাদ দিলে কোভিড-১৯-এ মারা যাওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতদের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বলা হয়, কোভিড-১৯ রোগে আক্রান্তদের কেসগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বয়স, লিঙ্গ ও আর্থ-সামাজিকভাবে বঞ্চিত অঞ্চলের প্রভাব বাদ দিলে বাংলাদেশি বংশোদ্ভূতদের কোভিড-১৯-এ মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গ ব্রিটিশদের দ্বিগুণ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। তাদের মধ্যে মারা গেছে ৩৯ হাজার ৭২৮ জন।