এক কেজি চায়ের দাম লাখ টাকা, কী আছে এতে!
নিজের রেকর্ড নিজেই ভাঙল মনোহারি গোল্ড টি। আসামে উৎপাদিত দুষ্পাপ্য এ চা নতুন ইতিহাস সৃষ্টি করল। এক কেজি চা বিক্রি হলো এক লাখ রুপিতে। বাংলাদেশের মুদ্রায় সেই মূল্য আরও বেশি।
ইন্ডিয়া ডটকমের খবর, গত মঙ্গলবার গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে এক লাখ রুপিতে বিক্রি হয় মনোহারি গোল্ড টি।
নর্থ ইস্টার্ন টি অ্যাসোসিয়েশনের (নেটা) উপদেষ্টা বিদ্যানন্দ জানান, খুবই বিশেষ ধরনের চা মনোহারি গোল্ড টি। উৎপাদক এটি ভিন্ন ভাবে উৎপাদন করেন। সাদা, সবুজ ও হলুদ চা-সহ বিভিন্ন ধরনের চা রয়েছে। গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে এক কেজি মনোহারি চা এক লাখ রুপিতে বিক্রি হয়েছে।
২০২০ সালে গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে এ চা বিক্রি হয়েছিল ৭৫ হাজার রুপিতে। ২০১৮ সালে মনোহারি গোল্ড টি সর্বপ্রথম এক কেজি ৩৯ হাজার এক টাকায় বিক্রি হয়। সেই থেকে শুরু। পরের বছর, অর্থাৎ ২০১৯ সালে বিক্রি হয় ৫০ হাজার রুপিতে। এবার সব রেকর্ড ভাঙল মনোহারি গোল্ড টি।