এক দশকের মধ্যে প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিসর সফর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/14/capture34_0.jpg)
এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী মিসর সফর করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গতকাল সোমবার মিসরের সিনাই উপদ্বীপে শারম আল–শেখ রিসোর্টে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিরসন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে তাঁরা আলোচনা করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই বৈঠকের পর মিসরের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে মিসরের প্রচেষ্টা এবং ওই অঞ্চলগুলো পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট আল–সিসি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক দিনের মিসর সফরে আল–সিসির সঙ্গে বৈঠককে ‘খুবই গুরুত্বপূর্ণ’ ও ‘খুবই ভালো’ বলে উল্লেখ করেছেন নাফতালি বেনেট। আর মিসর জানিয়েছে, ইসরায়েল–ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর উপায় খোঁজাসহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/09/14/capture_5.jpg 533w)
ইসরায়েলের উগ্র ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান বেনেট গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো আরব দেশ হিসেবে মিসর সফর করলেন বেনেট।
গত মাসে পূর্ব জেরুজালেম সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে বৈঠক করে তাঁকে মিসর সফরের আমন্ত্রণ জানান মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল।
এর আগে ২০১১ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসর সফরে যান। ওই সময় মিসরের প্রেসিডেন্ট ছিলেন হোসনি মোবারক। ওই বৈঠকের এক মাস পরেই গণ–আন্দোলনে ক্ষমতাচ্যুত হন মোবারক।