এক পৃথিবী লাশে পূর্ণ, মৃত বেড়ে ৫৫ হাজার

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিন দিন আরো দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার নেদারল্যান্ডভিত্তিক ওয়েবসাইট বিএনও-এর তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ৪১ হাজার ১৯৬ জন। এঁদের মধ্যে মারা গেছেন ৫৫ হাজার ৪৯০ জন। বর্তমানে সাত লাখ ৪৯ হাজার ৫৩৫ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৫৩ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই লাখ ১২ হাজার ৯৯১ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

প্রায় তিন মাস আগে চীনের মধ্যাঞ্চলে উদ্ভূত কোভিড-১৯ রোগে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে নিরীক্ষায় উঠে এলেও আসল সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসে এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রূপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মতো। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

এর মধ্যে এক-চতুর্থাংশ আক্রান্তই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আক্রান্তদের প্রায় অর্ধেক ইউরোপে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।