এক সপ্তাহে বিশ্বে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত
এক সপ্তাহে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যানের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন বলছে—গত ২২ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন গড়ে নয় লাখ ৩৫ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দৈনিক হিসাবের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করেছে এএফপি।
গত ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে বিশ্বে মোট ৬৫ লাখ ১০ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯-কে মহামারি ঘোষণা করার পর থেকে এটাই শনাক্তের সর্বোচ্চ পরিসংখ্যান।
এদিকে, নভেল করোনাভাইরাসের ডেলটা ও ওমিক্রন ভ্যারিয়্যান্টের একযোগে প্রাদুর্ভাব সংক্রমণের সুনামি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি বলেন, ডেলটা ও ওমিক্রন দুটিই এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণকে নতুন রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে। ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বেড়েছে।