এক হাসপাতালেই ১২ জোড়া যমজ নবজাতক
গেল এক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ১২ জোড়া যমজ শিশুর জন্ম হয়েছে। সেইন্ট লুকস হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনোদিনই একই সময়ে এত যমজ শিশুর জন্ম হয়নি সেখানে।
কানসাস শহরে নবজাতকের ছবি তোলার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ফেসেস ইউ লাভ’-এর আলোকচিত্রী হেলেন র্যানসম সব যমজের ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
অঙ্গরাজ্যটির সিটি হাসপাতালের নার্স ড্যানিয়েল গ্যাদারস সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমাদের এখানেও মাঝেমধ্যে একই সময়ে কয়েকজোড়া নবজাতক পাই। তবে এত যমজ একসঙ্গে কখনো পাইনি।’
১২ যমজের সবাই নির্ধারিত তারিখের চেয়ে পাঁচ থেকে ১৪ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। পর্যায়ক্রমে বাসায় নেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে নতুন মা হওয়া আমান্ডা টল্লিফার চাইছেন, ক্রিসমাসের আগেই সন্তানদের ঘরে নিয়ে ফিরতে।
যমজগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের। হাসপাতালটির নার্স কায়লা অ্যান্ডারসন এবিসি অ্যাকশন নিউজকে বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। আমরা ১২ জোড়া যমজসহ অন্য বাচ্চাদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’
এক যমজের মা জেনা ও বাবা টেইলর হাসপাতালটির প্রশংসা করেছেন। টেইলরের ভাষায়, সেইন্ট লুকসের সবাই খুবই চমৎকার। আমরা ঠিক যেমনটি চাই এখানকার উচু থেকে নিচু, সব পর্যায়ের কর্মীদের ব্যবহার তেমনই।