এনটিভির ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে রিয়াদে জমকালো আয়োজন
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে সৌদি আরবের রিয়াদে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার রাতে রিয়াদের একটি মিলনায়তনে এ আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।
‘উৎসবে আনন্দে ২০ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ১২ কেজি ওজনের দুটি বিশাল আকারের কেক কাটা এবং এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১৮। বরাবরের মতো এবারও আয়োজনের প্রথম পর্বে প্রবাসের দলমত নির্বিশেষে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা। এ সময় প্রবাসী বিশিষ্টজনরা এনটিভিকে শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রকৌশলী মজনুর রহমান খান, সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন আলী মুর্তজা, এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো. বাদল, মোহাম্মদ আকরাম হোসেন ভুইয়া, মোহাম্মদ মহিউদ্দিন পাঠান, মুফতি মাওলানা জহিরুল ইসলাম, ওসমান গনি রাসেল, মো. জাহাঙ্গীর আলম, আলমগীর কবির, ওমর ফারুক, মোহনাটিভি সৌদি প্রতিনিধি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।
সূচনা বক্তব্য দেন রুচিরা, স্বাগত বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সমন্বয়ক ডা. আশাসহ প্রবাসী বিশিষ্টজনরা। এর পর পরই ১২ কেজির দুটি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক রোস্তম খান।
অনুষ্ঠানে প্রবাসী পরিবারের ছেলেমেয়েদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী-পুরুষদের এনটিভি পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজ আলম তাজের পরিকল্পনায় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিয়মিত নৃত্যশিল্পী আফরা, আরওয়ার যৌথ এবং একক নৃত্যের দর্শকরা প্রশংসা করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, মাঈন উদ্দিন (স্বপন), দপ্তর সম্পাদক মো. আলী, নুরুল আমিন নুরু, মো. সফিকুল ইসলাম প্রমুখ।
সমাপনী বক্তব্যে ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।