এবার ‘আলিবাবা’ নিষিদ্ধ করার ইঙ্গিত ট্রাম্পের
টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পর এবার আলিবাবাসহ আরো কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘বিষয়টি এখনো আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে।
চলতি মাসেই ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবারের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই এ ধরনের আরো কিছু পদক্ষেপ করা হতে পারে।’
সেপ্টেম্বর থেকে কার্যকর হবে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত। গত ৭ আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দেড় মাসের মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তারপর আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না। কোনো মার্কিন সংস্থার সঙ্গেও কোনো রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।
ট্রাম্প তাঁর নির্দেশে বলেছিলেন, ‘টিকটক ব্যবহারকারীদের লোকেশন ডেটা, ব্রাউজিং ও সার্চ হিস্ট্রিসহ যা যা জেনে ফেলা সম্ভব। টিকটক ইতিমধ্যেই মার্কিন ব্যবহারকারীদের সেই সব তথ্য জেনে নিয়েছে। ব্যবহারকারীদের অত্যন্ত ব্যক্তিগত ও সম্পদ-সংক্রান্ত তথ্য চীনা কমিউনিস্ট পার্টির হাতে পৌঁছে গেছে। যা খুবই উদ্বেগজনক।’